আজ টিকে থাকার লড়াই বাংলাদেশের

দেশ রূপান্তর প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২

দুই দিকে চোখ রেখে আজ ম্যাচে নামতে হচ্ছে বাংলাদেশকে। আকাশে আর মাঠে! মানে কলম্বোয় বৃষ্টির পূর্বাভাসে আজ ম্যাচ ভেস্তে যাওয়ার ভয় থাকছে। আবার মাঠের লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা দূর করার চ্যালেঞ্জও থাকছে। বৃষ্টিতে হাত নেই কারও, তাতে ম্যাচ ভেস্তে গেলে দুর্ভাগ্য দুই দলের জন্যই। তবে ব্যাটিং ব্যর্থতার দায়টা নিজেদের। এই দিকটিতে উন্নতি করার পথও বের করতে হবে সাকিবদেরই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের জন্য আজ বাঁচা-মরার ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে না জিতলে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া ছাড়া উপায় নেই।


এশিয়া কাপে এবার রোলার কোস্টারে চড়েছে বাংলাদেশ। তা ব্যাটিং বিভাগ থেকে। গত ৩১ আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ব্যাটিংয়ের উদাহরণ দেন সাকিবরা। হার দিয়ে সেই মাশুল দিতে হয়। পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর সেই ব্যাটাররাই দেখিয়ে দিলেন জয়ের পথ। নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে বি গ্রুপ থেকে আগেভাগে সুপার ফোর নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। এই ব্যাটাররাই আবার একই মাঠে (লাহোর) পাকিস্তানি পেসারদের সামলাতে না পেরে দলীয় রান রেটের বারোটা বাজানো হার হজম করে। এমন অবস্থা থেকে ফাইনালে পা রাখতে হলে পরের দুই ম্যাচ জয় ছাড়া উপায় নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us