১. সঞ্চয়, সঞ্চয়, সঞ্চয়
আপনি যে পরিমাণ অর্থ আয় করেন, তার অন্তত এক–চতুর্থাংশ জমা করুন। খুব ভালো হয়, যদি এক-তৃতীয়াংশ জমা করতে পারেন। যেদিন অ্যাকাউন্টে বেতন ঢোকে, সেদিনই অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হওয়ার ব্যবস্থা করুন। যেটুকু বাকি থাকে, সেটি দিয়েই চলুন। সঞ্চয়ের কোনো বিকল্প নেই।
২. ছয় মাসের জরুরি তহবিল
মহামারিকাল আমাদের শিখয়েছে, জরুরি অবস্থার জন্য একটি সঞ্চয় রাখা কতটা জরুরি। আপনার যদি একাধিক আয়ের উৎস থাকে, তাহলে তিন মাসের জরুরি ফান্ড থাকলেই যথেষ্ট। আর আপনি যদি চাকরি ছেড়ে নিজেই কিছু করতে চান, সে ক্ষেত্রে এক বছর যাতে চলতে পারেন, এমন একটা তহবিল রাখতেই হবে। কেননা, যেকোনো ব্যবসা দাঁড় করাতে গড়ে এক বছর সময় লাগে।