পৃথিবী এখন অগ্নিযুগে প্রবেশ করছে

আজকের পত্রিকা মৃত্যুঞ্জয় রায় প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২

কিছুদিন আগে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই কাউন্টিতে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের স্মৃতি এখনো সেখানকার মানুষকে পোড়াচ্ছে। শহরটির প্রায় ৮০ শতাংশ এলাকা দাবানলে পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক নগরী লাহাইনার অন্তত ১ হাজার ৭০০ ঘরবাড়ি, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, ভেঙে পড়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। সেই দাবানলে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অনেক বছর লাগবে। সেখানকার গভর্নর জোস গ্রিন বলেছেন, এটিই সম্ভবত হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। অন্যদিকে সম্প্রতি গ্রিসের রোডসে দাবানল থেকে বাঁচতে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছিল।


গ্রীষ্মকালীন দাবানল গ্রিসে যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বারবার সে দেশের বিভিন্ন স্থানে দাবানলের মতো ঘটনা ঘটছে। দাহ্য বন, গরম আবহাওয়া ও গাছপালার অব্যবস্থাপনার জন্য এরূপ ঘটনা ঘটছে বলে সে দেশের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়ার্ল্ড ফায়ার রিসার্চের পরিচালক স্তেফান ডোয়ের মনে করেন। তবে এর পেছনে মূলত দায়ী জলবায়ু পরিবর্তন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us