ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। আর তাই এবার অনলাইনে সংরক্ষণ করা ফাইল লক করে রাখার সুবিধা চালু করছে গুগল।
গুগল ড্রাইভে ফাইল লক করা থাকলে শুধু অনুমতি পাওয়া ব্যক্তিরাই তথ্য পড়তে বা দেখতে পারবেন। এর ফলে অনলাইনে সংরক্ষণ করা ফাইলের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। লক–সুবিধা ব্যবহারের জন্য অনলাইনে সংরক্ষণ করা ফাইলের ডানে ক্লিক করে ফাইল ইনফরমেশন অপশনে প্রবেশ করতে হবে। এরপর লক অপশন নির্বাচন করলেই ফাইলটি লক হয়ে যাবে। একইভাবে ফাইলের লকও খোলা যাবে।