You have reached your daily news limit

Please log in to continue


আগামী দিনে ব্যাংকের সুদহার আরও বাড়বে

আগামী দিনে ব্যাংকের সুদহার আরও বাড়বে, এমন শঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্স রুমে এফবিসিসিআই'র নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

এসময় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের বিভিন্ন হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জবাবে সালমান এফ রহমান সংকট নিরসনে রাজস্ব বিভাগের সঙ্গে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ব্যবসার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়। 

এসময় ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান বলেন, সরকার অনেক দিন থেকেই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার তাগিদ দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন