You have reached your daily news limit

Please log in to continue


এনজিও খুলে ১৫ কোটি টাকা আত্মসাৎ, নিঃস্ব হাজারো গ্রাহক

গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটের চাঁনপাড়ার ‘আস্থা ট্রেডিং লিমিটেড’ নামে একটি এনজিওর বিরুদ্ধে।

ওই এনজিওর ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে শত শত গ্রাহকের। টাকা ফেরত পেতে পাঁচ মাস ধরে সংস্থাটির অফিসে ঘুরলেও কাজ হচ্ছে না। মামলা করেও মিলছে না সুফল।

খোঁজ নিয়ে জানা যায়, সাত বছর আগে কখনও আস্থা ট্রেডিং লিমিটেড, কখনও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সংস্থা লি., আবার কখনও ‘আস্থা লি.’, কখনোবা 'পল্লী মানবতার সেবা সংস্থা (পমাসেস)'— এমন সব নামসর্বস্ব এনজিও খুলে চড়া মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ করতে থাকেন একই এলাকার আসাদুজ্জামান ওরফে মানিক। প্রথম দিকে ভালো মুনাফা দিয়ে আকৃষ্ট করতে থাকে সাধারণ গ্রাহকদের। আস্থা ট্রেডিং লিমিটেডের নামে হাতিয়ে নিয়েছে কমপক্ষে ১৫ কোটি টাকা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কৃষ্ণপুর আদর্শ গ্রামের মৃত আফছার আলীর স্ত্রী রেনুকা বেওয়া, একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আজিজুল—শ্রমিকের কাজ করেন। তাদের আয় থেকে জমানো টাকা রেখেছিলেন চাঁনপাড়া বাজার এলাকায় আস্থা ট্রেডিং লিমিটেডে। উদ্দেশ্য ছিল জমানো টাকা দিয়ে ভাঙাচোরা টিনশেড ভেঙে তৈরি করবেন ইটের বাড়ি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। তাদের টাকা নিয়ে পালিয়েছে এনজিওটি। আমানতদারীদের কাছে পাঠানো হয়েছে উকিল নোটিশ। এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন তারা। তার মতো হাজার হাজার গ্রাহক একই পরিস্থিতির শিকার। লাভ তো দূরের কথা জমানো আসল টাকাই পাচ্ছেন না তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন