রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ডাক্তার বলেছেন ওনাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর জন্য। কিন্তু এই সরকার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়াকে এ সরকার গৃহবন্দি করে রেখেছে।’
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভার আয়োজন করে ‘উত্তরবঙ্গ ছাত্র ফোরাম’ ও ‘বাংলাদেশ ছাত্র ফোরাম’।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা প্রায়ই বলে বিএনপি ষড়যন্ত্র করছে, বিএনপি চক্রান্ত করছে। আরে ষড়যন্ত্র ও চক্রান্ত তো তোমরা করছো। এই দেশের মানুষের সব অধিকার তোমরা কেড়ে নিয়েছো, ভোট দাও না। আবার একটা ভোটের দিকে যেতে চাও, যেন আগের মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোলা মাঠে ট্রফি নিয়ে চলে যাবে। দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে—সেটা আর সম্ভব হবে না। এবার আর ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। এবারকার মানুষ রুখে দাঁড়াবে।’