জটিলতা এড়াতে পিসিওএস সম্পর্কে সচেতন হোন

প্রথম আলো প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১২

পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি জটিল হরমোনজনিত সমস্যা, যা সাধারণত কিশোরীদের মধ্যে দেখা যায়। পিসিওএসে আক্রান্ত নারীর ডিম্বাশয়ে ফলিকল পরিপক্ব হয় না। ফলে অসংখ্য সিস্ট তৈরি হয়। এতে নারীর শরীরের হরমোনে ভারসাম্য নষ্ট হয়। ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোরী ও নারীদের এই রোগের প্রবণতা বেশি। যাঁরা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন, তাঁদের মধ্যে শতকরা ৭৫ জনের পিসিওএস দেখা যায়।


পিসিওএসের কারণ


সত্যিকার অর্থে পিসিওএসের সঠিক কারণ এখনো অজানা। গবেষণায় জানা যায়, এ রোগ জিনগত। এ ছাড়া রক্তে অত্যধিক ইনসুলিনের জন্য এটা হতে পারে। ওজন বেশি থাকলে এ সমস্যা আরও বেড়ে যায়। সুতরাং জিনগত এবং পরিবেশগত সম্মিলিত প্রভাবে পিসিওএস হয়ে থাকে।


বর্তমানে দেশে মেয়েদের জীবনধারায় ব্যাপক পরিবর্তন এবং মানসম্মত জীবনযাপনে অজ্ঞতার কারণে এই রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ফাস্টফুড খাওয়া, একই সঙ্গে ব্যায়ামের প্রতি অনীহা—এসব কারণে মেয়েদের শারীরিক অনেক পরিবর্তন হচ্ছে এবং পিসিওএস আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us