নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলের দেশ সুদান। রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।
এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।