You have reached your daily news limit

Please log in to continue


তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

যাদের ত্বক তৈলাক্ত, তাদের বিড়ম্বনাও যেন একটু বেশি। তেলতেলে ত্বকে খুব সহজে ধুলাবালি আটকে যায়। আবার এ ধরনের ত্বকে ব্রণের প্রকোপও বেশি দেখা যায়। ময়লা জমে লোমকূপ আটকে ব্ল্যাকহেডস ও ব্রণ দেখা দিতে পারে তৈলাক্ত ত্বকে। ঘরোয়া যত্নে কমাতে পারেন ত্বকের তৈলাক্ত ভাব। 

  • লেবুর রস ও বেকিং সোডার ফেস প্যাক ব্যবহার করে এক্সফোলিয়েট করতে পারেন ত্বক। অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখবে এই দুই উপাদান। পাশাপাশি মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করবে।
  • হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে একদিন ফেসপ্যাকটি মুখ ও গলার ত্বকে লাগান। দূর হবে অতিরিক্ত তেল।
  • শসার অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে। বন্ধ হওয়া লোমকূপ থেকে মুক্তি দেয় এটি। ফলে ত্বকে অতিরিক্ত তেল জমতে পারে না। শসা পেস্ট করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। তৈলাক্ত ভাব কমে যাবে।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ ওটমিল গুঁড়া মেশান। মিশ্রণটি ত্বকে চক্রাকারে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।
  • কাঁচা দুধ ত্বকের তৈলাক্ত ভাব কমায়। পাশাপাশি উজ্জ্বল ও কোমল করে ত্বক। দুধে তুলা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল করে পাকা পেঁপে। পেঁপের টুকরা চটকে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। কমে যাবে ত্বকের তেলতেলে ভাব।
  • ঠান্ডা ভিনেগার তৈলাক্ত ত্বকের জন্য খুবই কার্যকর। পানি ও ভিনেগারের মিশ্রণ ঠান্ডা করে তুলার সাহায্যে ত্বকে লাগান। বরফ তৈরি করেও ত্বকে ঘষতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন