পাকিস্তানে হাজার হাজার ব্যবসায়ী ধর্মঘট পালন করছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় দেশটির ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত মূল্যস্ফীতি না কমার কারণে জাতীয় নির্বাচনের আগে মানুষের মধ্যে অসন্তুষ্টি বাড়ছে।
শনিবার (২ সেপ্টেম্বর) লাহোর, করাচি ও পেশোয়ারে সব ধরনের বাজার বন্ধ রয়েছে। এসব জায়গায় বিদ্যুৎ বিল বাড়ানো ও পণ্যে বেশি শুল্ক আরোপের নিন্দা জানানো হয় প্লেকার্ডের মাধ্যমে।