রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কোর্ট চত্বর এলাকায় হওয়া এ সংঘর্ষে বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদেরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির নেতা–কর্মীরা দুটি শোভাযাত্রা বের করেন। একটি বের হয়েছে শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে বেলা ১১টার দিকে। অপর শোভাযাত্রা বের হয় শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের সামনে থেকে। দুপুর ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, পতাকার পাশাপাশি অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। মিছিলটি কোর্ট চত্বর পেরিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।