আত্মপ্রত্যয়ী প্রধানমন্ত্রী, বার্তা সুস্পষ্ট

আজকের পত্রিকা মমতাজউদ্দীন পাটোয়ারী প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬

গত ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্ট্যান্ডটন কনভেনশন সেন্টারে ব্রিকসের ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছিলেন। সম্মেলন শেষে দেশে ফিরে ২৯ আগস্ট গণভবনে সংবাদ সম্মেলন ডেকে তিনি তাঁর অভিজ্ঞতার লিখিত বর্ণনা দেন। শেখ হাসিনা যতবারই বিদেশে যান, ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বিদেশ সফরের অভিজ্ঞতাই শুধু নয়, দেশের রাজনীতি এবং সাংবাদিকদের আগ্রহের বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে থাকেন। সে কারণেই তাঁর সংবাদ সম্মেলনের প্রতি শুধু সাংবাদিকদেরই নয়, রাজনীতিসচেতন সব মহলেরই আগ্রহ থাকে।


লিখিত বক্তব্যের পর তিনি সাংবাদিকদের যেসব প্রশ্নের উত্তর দেন, তাতে দেশের বিভিন্ন খবর তাঁর নখদর্পণে কতটা রয়েছে তা যেমন বোঝা যায়, শ্রোতাদেরও জানার সুযোগ হয়। আগের কোনো সরকারপ্রধানই সংবাদ সম্মেলনের এমন মর্যাদা তৈরি করতে পেরেছেন বলে মনে হয় না। তাঁর কোনো কোনো কথা কারও পছন্দ না হলেও স্বীকার করতেই হবে, তিনি আত্মপ্রত্যয়ী ও সাবলীলভাবে শুধু প্রশ্নেরই উত্তর দেন না, অনেক কিছুই বলেন, যা শুনে তাঁর চিন্তাভাবনা ও কর্মযজ্ঞের ওপর ধারণাও পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us