ভারতে আগামী বছরের এপ্রিল-মে মাসে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা—তা এগিয়ে এনে শীতকালেই করা হতে পারে, এই জল্পনা ক্রমশ প্রবলতর হচ্ছে। দেশের বেশ কয়েকজন বিরোধী নেতা যেমন এই সম্ভাবনার কথা প্রকাশ্যে বলেছেন, তেমনি সরকারের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপেও এই জল্পনা উসকানি পেয়েছে।
ভোট এগিয়ে আনা হবে কিনা, তা নিয়ে নরেন্দ্র মোদি সরকার অবশ্য প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেনি। তবে সত্যিই যদি ২০২৩-এর ডিসেম্বরে কিংবা ২০২৪-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভারতের নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে প্রায় একই সময়ে দু’দেশেই ভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা জানুয়ারির প্রথম সপ্তাহে– আর প্রতিবেশী দুই দেশে ভোট একই সময়ে হলে তা হবে এক অভূতপূর্ব ঘটনা।
কিন্তু ভারতে ভোট এগিয়ে আনা হতে পারে, এই জল্পনা হঠাৎ কেন শুরু হলো?
মমতা-নীতিশের ঘোষণা
ভারতে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত সোমবারেই কলকাতার এক সভায় ঘোষণা করেছিলেন, তার কাছে খবর আছে ভোট নাকি ডিসেম্বরে, কিংবা জানুয়ারিতে এগিয়ে আনা হতে পারে। তিনি বলেছিলেন, “ওরা আগেভাগে সব হেলিকপ্টার বুক করে রেখেছে, আমরা একটাও পাচ্ছি না। ভোট এগোবে বলেই এটা করেছে বলে জানতে পারছি।”