জলে কুমির, ডাঙায় বাঘ আর দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তা অনিমেষ দত্তের সিরিজ ‘আবার প্রলয়’ মুক্তির আগে থেকেই আলোচনায়। সিনেমায় জমজমাট সব কাহিনীর সঙ্গে একটি চমক হল, এখানে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রস সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
সিনেমার গল্পে দুর্নীতি আর অন্যায় দেখেও অন্ধ সেজে থাকা সেই পুলিশ অফিসারের অভিনয়ের খবরে মুগ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
আনন্দবাজার জানিয়েছে, ‘আবার প্রলয়’ সিরিজে পুলিশ ইন্সপেক্টর করালীবাবু হয়ে ওঠা পার্থর ‘হ্যালো স্যার’ সংলাপ ফিরছে দর্শকদের মুখে মুখে। বড় পরিসরে এটা পার্থর প্রথম কাজ হলেও, থিয়েটারের সঙ্গে তার সম্পৃক্ততা পুরনো। মঞ্চে পার্থ নাটক করেন কলেজ জীবন থেকে।