মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও চিন্তা করা যায় না। তবে জানেন কি, মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। স্মার্টফোনের ক্ষতিকর রেডিয়েশন ইউজারদের জন্য কতটা বিপজ্জনক বিকিরণ তরঙ্গ তৈরি করে তা কোডের মাধ্যমে পরীক্ষা করা যায় খুব সহজে।
স্মার্টফোনের এই ক্ষতিকর রেডিয়েশনের মান নির্ধারণ করার জন্য একটি এসএআর কোড রয়েছে। এসএআর মান হলো ফোন দ্বারা নির্গত তরঙ্গ এবং মানবদেহ দ্বারা শোষিত তরঙ্গ পরিমাপ। মোবাইল থেকে বের হওয়া তরঙ্গ সবসময় একরকম হয় না। ফোনের ব্যবহার অনুযায়ী এগুলো বাড়ে এবং কমে। স্মার্টফোন থেকে নির্গত এই তরঙ্গগুলো ‘এসএআর ভ্যালু’-এর মাধ্যমে পরিমাপ করা হয় এবং তা এক ফোন থেকে অন্য ফোনের ক্ষেত্রে আলাদা হয়।
যে কোনো মোবাইল ফোনের এসএআর মান চেক করার প্রক্রিয়া খুবই সহজ। নিজের মোবাইল ফোনে ইউএসএসডি কোড জানতে *#০৭# ডায়াল করতে হবে। তারপর সেই পৃষ্ঠায় রিডায়রেক্ট করা হবে। এখানে এসএআর মান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা করতে পারেন।