গত মৌসুমে আর্লিং হলান্ডের যা পারফরম্যান্স, তাতে প্রাপ্তিটি অবধারিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটিও হয়ে গেল। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন-এর (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব অনুমিতভাবেই পেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
গত মে মাসে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা ফুটবলার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন-এর সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন হলান্ড। ২৩ বছর বয়সী তারকা এবার জিতলেন ফুটবলারের ভোটে সেরা ফুটবলারের পুরস্কার।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই অসাধারণ পারফরম্যান্সে তাক লাগিয়ে দেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। সিটির স্মরণীয় ‘ট্রেবল’ জয়ে তার ছিল বড় অবদান।