দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, তা এখনো স্পষ্ট নয়। বিএনপি সরকারের পতন না ঘটিয়ে নির্বাচনে যাবে না বলে বার বার হুংকার ছাড়লেও সরকার পতনের কোনো লক্ষণ কেউ দেখছেন বলে মনে হয় না। আমেরিকাসহ পশ্চিমা কিছু দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখালেও শেষ সিদ্ধান্ত যে দেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেই নিতে হবে তা নিশ্চিত।
রাজনীতির বিদেশ ফ্যাক্টর উপেক্ষা করা না গেলেও কোন দেশের প্রভাব কোন পক্ষকে কীভাবে সুবিধা দেবে, সেটা এখনো খুব পরিষ্কার নয়। তবে এক্ষেত্রে ভারতের মনোভাব বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ এজন্যই যে ভারত আমাদের নিকট প্রতিবেশী এবং আমাদের দেশের রাজনীতির পটপরিবর্তনে ভারতের অভ্যন্তরেও নানাভাবে ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা থাকে।