অভিনেত্রীদের অবস্থান ‘শক্তিশালী’ করবে ওটিটি, প্রত্যাশা রানির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ১৫:৪০

‘হিচকি’, ‘মার্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’- বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জির এই সিনেমাগুলো বারবার দেখিয়েছে, সমাজে বিপ্লব আনতে পারে নারী। নারীকেন্দ্রিক সিনেমা জনপ্রিয় হয়েছে বারবার। বর্তমান সময়ে জনপ্রিয় হওয়া ‘ওটিটি’ মাধ্যম নিয়ে রানির ভাষ্য হল, নারী চরিত্রকে শক্তিশালী করে তাদের অবস্থান বদলে দিচ্ছে স্ট্রিমিং সেবাটি।


বলিউডের কাজল, মাধুরী দিক্ষীত, হালের নায়িকা আলিয়া ভাটসহ আরও কয়েকজন অভিনেত্রী ওটিটিতে পা দিলেও রানি এখনও এ পথে আসেননি। তবে ওটিটি নিয়ে আশাবাদী নব্বই দশকের এই নায়িকা।


পিংকভিলা বলছে, এক সাক্ষাৎকারে রানি মুখার্জি ওটিটি নিয়ে তার ভাবনার কথা খুলে বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us