রাজধানীতে মোবাইল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– মো. সাইদুল ইসলাম (২১), মো. তৌহিদুল ইসলাম (৩৫), মো. সোহেল রানা (২৯), মো. রানা শেখ (২৮), মো. বেলাল হোসেন রাসেল (২৫), আমির হোসেন (৫৪) ও মো. রবিন (৩০)।
যাত্রাবাড়ী থানার একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের উপকমিশনার রাজীব আল মাসুদ।