অ্যানি থেকে নাতাশা, বর্ণের ফেরা

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১১:২৪

তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল যেন ‘রিভিউ বুক’। ‘সাড়ে ষোলো’ নিয়ে দর্শকের লেখা ফেসবুকে শেয়ার করেছেন আফিয়া তাবাসসুম। বর্ণ নামেই তাঁকে চেনেন দর্শক। বেশির ভাগ রিভিউতেই উঠে এসেছে, সিরিজটির নাতাশা চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা। ১৬ আগস্ট হইচইয়ে মুক্তি পাওয়া ইয়াসির আল হকের সিরিজটিতে ছিলেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদের মতো অভিনয়শিল্পীরা। এত তারকার ভিড়েও নজর কেড়েছেন বর্ণ।


গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে তরুণ এই অভিনেত্রী জানালেন, সিরিজটিতে তিনি অভিনয় করেছেন কোনো রিহার্সাল ছাড়াই! ‘আসলে শেষ মুহূর্তে আমি চূড়ান্ত হয়েছি, তখন রিহার্সালের সময় ছিল না,’ বলছিলেন বর্ণ। তিনি জানালেন, স্ক্রিন টেস্টের সময় চরিত্রটি নিয়ে তাঁর ধারণা ছিল। তাই মাথার মধ্যে আগে থেকেই একধরনের প্রস্তুতি ছিল। সেটাই অভিনয়ের সময় কাজে লেগেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us