বন্ধ হোক অসাধু ব্যবসায়ীদের কারসাজি

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১০:২৪

পেঁয়াজ নিয়ে বাংলাদেশে ফি বছর ভজকট লেগেই থাকে। এর জন্য একশ্রেণির অতি মুনাফাখোর ব্যবসায়ী যেমন দায়ী, তেমনি দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও। তাদের সমন্বয়হীনতার কারণেও অনেক সময় বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। 


মূল সমস্যা হলো আরও অনেক ভোগ্যপণ্যের মতো বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা আছে, উৎপন্ন হয় তার চেয়ে কম। এ কারণে আমদানির ওপরই নির্ভর করতে হয়। যে বছর দেশে কম উৎপন্ন হয়, সে বছর আমদানি বেশি করতে হয়। যে বছর উৎপাদন ভালো হয়, সে বছর আমদানি কম করলেও চলে। 


বাংলাদেশ সাধারণত ভারত থেকেই বেশি পেঁয়াজ আমদানি করে থাকে। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশের বাজারেও তার প্রভাব-প্রতিক্রিয়া পড়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল রাখা হবে বলে ভারত সরকারের প্রজ্ঞাপনে বলা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us