রোহিঙ্গা সংকটের ছয় বছরে কিছু শঙ্কা ও প্রত্যাশা

www.kalbela.com ড. আলা উদ্দিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১৮:১৪

গণহত্যাজনিত রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার সাত বছর অতিক্রান্ত প্রায়। নির্যাতিত এই সংখ্যালঘুদের দুর্দশা বরাবরের মতোই ভয়াবহ। ২৫ আগস্ট ২০২৩, এই চলমান ট্র্যাজেডির আরেকটি নির্মম বার্ষিকী। বিশ্ববাসী রোহিঙ্গা জনগণের অকল্পনীয় দুর্ভোগ এবং মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে। সহানুভূতি ও সহায়তায় করেছে; তবুও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া দুঃখজনকভাবে অপর্যাপ্ত এবং অনুপযুক্ত। প্রলম্বিত সংকট নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা এবং রোহিঙ্গাদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট সকল মহলের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্তকরণ ও তদনুযায়ী পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।


বাংলাদেশের শরণার্থী শিবিরে রোহিঙ্গা সঙ্কট যখন আরও একটি বছরে প্রবেশ করছে, তখন সামনের চ্যালেঞ্জ ও সুযোগগুলো পরীক্ষা করা অপরিহার্য। এই রাষ্ট্রহীন এবং বাস্তুচ্যুত মানুষদের দুর্দশায় বিশ্ববাসী সহানুভূতি এবং উদ্বেগ জাগিয়ে চলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এর প্রতিক্রিয়া পুনর্মূল্যায়ন করা এবং মানবাধিকার, মর্যাদা এবং ন্যায়বিচারকে সমুন্নত রাখে এমন টেকসই সমাধান খুঁজে বের করা অপরিহার্য করে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us