বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা নানা পরিচয়ের, নানা আদর্শের, নানা উদ্দেশ্যের। এক শ্রেণি ছিল দেশদ্রোহী যারা দেশকে অঙ্কুরেই বিনষ্ট করতে চেয়েছিল। এক শ্রেণি ছিল পাকিস্তানের বর্ণচোরা দোসর যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেনি। আর এক শ্রেণি ছিল ক্ষমতালোভী যারা পেছনের দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসতে চেয়েছিল।
তাছাড়া যুদ্ধে পরাজিত পাকিস্তান এবং নীতিতে পরাজিত আমেরিকাও নানাভাবে খুনিদের আশ্রয়, প্রশ্রয়, সহায় ও শক্তি হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে এই সমন্বিত অপশক্তির অভ্যন্তরীণ, আঞ্চলিক, বৈশ্বিক অপরাজনৈতিক সমীকরণ যেমন ছিল ঠিক তেমন ছিল পরাজয়ের প্রতিশোধলিপ্সা।