দাবা খেলায়ও শারীরিক ফিটনেস কেন জরুরি? - BBC News বাংলা
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৪:৪৮
বলা হয়ে থাকে বুদ্ধিমানের খেলা দাবা, মস্তিষ্কের চিন্তা ভাবনাকে ক্ষুরধার করতে দাবা খেলার জুড়ই নেই, কিন্তু আসলেই কি দাবা শুধু বুদ্ধিমানদেরই খেলা? নোশিন আনজুমের মতে দাবা শুধু বুদ্ধির জোরে খেললে হয় না, এর জন্য দরকার পরিশ্রম। প্রতিপক্ষকে দ্রুত ঘায়েল করতে হাজারো রকমের প্যাটার্ন মুখস্ত রাখতে হয়।