দারাজ ফ্যাশন উইক কনটেস্ট: নিজের লুক পোস্ট করে জিতে নিন আকর্ষণীয় গিফট ভাউচার
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১২:০২
‘ফ্যাশন’ শব্দটির মানে এখন শুধু জামাকাপড়েই সীমাবদ্ধ নয়, পোশাকের বাইরে আনুষঙ্গিক অনেক কিছু, যেমন জুতা, গয়না, ব্যাগ বা পছন্দের ঘড়ি—সবই হওয়া চাই ট্রেন্ডি এবং মনের মতো। ফ্যাশনের এই ভিন্নতা, সেই সঙ্গে ব্যাপকতা—সবকিছুকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে ‘দারাজ ফ্যাশন উইক ২০২৩’, চলবে ২৪ আগস্ট পর্যন্ত।