ডাম্বুলা আওরার বিপক্ষে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। তবে গলের ২৪ বছর বয়সী লঙ্কান ওপেনার লাসিথ ক্রুসপুলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তার ওই ইনিংসে ভর করে সরাসরি ফাইনালে চলে যাওয়ার লড়াইয়ে গল টাইটান্স নির্ধারিত ২০ ওভারের শেষ বলে ১৪৬ রান তুলে অলআউট হয়েছে।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গলের ওপেনার ভানুকা রাজাপাকসে শূন্য করে ফিরে যান। তিনে নামা লিটন দাস আউট হন ৭ বলে এক চারে ৮ রান করে। চারে নামেন সাকিব আল হাসান। তিনি ক্রুসপুলের সঙ্গে ৫১ রানের জুটি দেন। দলকে বিপদ থেকে উদ্ধার করেন।