এশিয়া কাপের জন্য ১৫ জনের দল বেছে নিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ওই দলে তিনি রেখেছেন মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মাকে। এছাড়া লেগ স্পিনার কুলদীপ যাদবকেও চান তিনি। বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার দল ঘোষণা করতে দেরি করেছেন কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ারের জন্য। ইনজুরি থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন তারা।
এশিয়া কাপে খেলার ছাড়পত্র পান কিনা তা দেখার অপেক্ষা আছেন তিনি। কিন্তু এই দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারকে ছাড়াই দল চান শাস্ত্রী, এমকে প্রসাদ ও সন্দীপ প্যাটেল। তিলক ভার্মা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ ক্রিকেট খেলেছেন। মিডল অর্ডার এই ব্যাটার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দিয়েছেন।