সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অন্যতম প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম। সম্প্রতি গ্যালিয়ামসহ বেশ কয়েকটি বিরল ধাতু রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে চীন সরকার। আর এতে প্রয়োজনীয় এই ধাতুটির দাম বিশ্ব বাজারে বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে নিষেধাজ্ঞা এবং দাম বাড়ার কারণে গ্যালিয়াম রপ্তানিতে অচলাবস্থা দেখা দিয়েছে।
চীন সরকার আরোপিত নিষেধাজ্ঞা গত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুসারে এখন থেকে চীনা গ্যালিয়াম রপ্তানিকারকেরা ধাতুটি রপ্তানি করতে চাইলে চীন সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা, এতে করে পুরো অনুমতির বিষয়টি পরিষ্কার হতে হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, যার ফলে রপ্তানিও বিলম্বিত হবে।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আগস্ট তো বটেই, আগামী কয়েক মাস বিশ্ববাজারে গ্যালিয়ামের সরবরাহ চীনের নতুন নিষেধাজ্ঞার কারণে কম থাকতে পারে। বাজার গবেষণা সংস্থা ফাস্টমার্কেট জানিয়েছে, এরই মধ্যে গত জুলাই মাসে চীন নিষেধাজ্ঞা আরোপের পর গ্যালিয়ামের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে।