গত ১৩ আগস্ট ৩৬ বছরে পা রাখেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন বেশ খোলামেলা রূপেই নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।
বয়স ৪০ ছুঁতে চললেও এখনও শ্রাবন্তী যেন বিশের তরুণী। নিয়মিত জিম আর ডায়েট করে নিজেকে দারুণভাবে ফিট রাখেন অভিনেত্রী। জন্মদিনেও ধরা দিলেন আকর্ষণীয় রূপেই।
সোনালী রঙের এক পোশাকের সঙ্গে গলায় নেকলেস ও গাড় মেকআপে মোহমীয় লাগলছি শ্রাবন্তীকে। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে খোলামেলা অবতারেই জন্মদিনের কেক কাটতে দেখা গেছে তাকে।