কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ১০৪ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা এক আদেশে ১১৭ জন রাজস্ব কর্মকর্তাকে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের কাস্টমস অফিস, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়।