কয়েক মাস শান্ত থাকার পর লিবিয়ার ত্রিপোলিতে দুই মিলিশিয়া গোষ্ঠীর তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার রাতে সহিংসতা শুরু হয়। মঙ্গলবারেও তা চলে। ত্রিপোলির বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা জানিয়েছেন, তীব্র সংঘর্ষ হচ্ছে। চলতি বছরে এটাই সবচেয়ে বড় সংঘর্ষ। খবর ডয়েচে ভেলের
এই সংঘর্ষের ফলে কতজন হতাহত হয়েছেন তা এখনও জানা যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি মেডিকেল ইউনিট জানিয়েছে, তারা তিনটি জেলা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে।
অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র উসামা আলি বলেছেন, একটি জেলা থেকে ২৬টি পরিবারকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন আহত মানুষও আছেন।