রণবীর সিংহ ‘ডন ৩’ ছবিতে নামভূমিকায়। এই খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে সমালোচনার বন্যা। শাহরুখ খানের আসনে রণবীরকে দেখতে নারাজ অনুরাগীদের সিংহভাগ। তার কারণও আছে বটে। প্রথম ঝলকে ‘ডন’ হিসাবে রণবীর একেবারেই ফ্যাকাশে। শাহরুখের ‘ডন’-কে দেখে যে উত্তেজনা তৈরি হত মনের মধ্যে, তার ধারেকাছে যেতে পারেননি রণবীর। চোখে রোদচশমা, হাতে রিভলভার ও ঠোঁটের কোণে সিগারেট নিয়েও প্রথম ঝলকে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন রণবীর। ফলত, সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ ও হতাশাও জানিয়েছেন শাহরুখের অনুরাগীরা। গত কয়েক দিন ধরে ক্রমাগত সমালোচনার মুখে পড়ে মুখ খুলেছিলেন রণবীর। অবশেষে এ বার মুখ খুললেন ছবির পরিচালক ফারহান আখতার।
রণবীর সিংহ ‘ডন ৩’ ছবিতে নামভূমিকায়। এই খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে সমালোচনার বন্যা। শাহরুখ খানের আসনে রণবীরকে দেখতে নারাজ অনুরাগীদের সিংহভাগ। তার কারণও আছে বটে। প্রথম ঝলকে ‘ডন’ হিসাবে রণবীর একেবারেই ফ্যাকাশে। শাহরুখের ‘ডন’-কে দেখে যে উত্তেজনা তৈরি হত মনের মধ্যে, তার ধারেকাছে যেতে পারেননি রণবীর। চোখে রোদচশমা, হাতে রিভলভার ও ঠোঁটের কোণে সিগারেট নিয়েও প্রথম ঝলকে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন রণবীর। ফলত, সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ ও হতাশাও জানিয়েছেন শাহরুখের অনুরাগীরা। গত কয়েক দিন ধরে ক্রমাগত সমালোচনার মুখে পড়ে মুখ খুলেছিলেন রণবীর। অবশেষে এ বার মুখ খুললেন ছবির পরিচালক ফারহান আখতার।
এই বৈগ্রহিক চরিত্রে রণবীরকে বেছে নেওয়ার কারণও খোলসা করেছেন ফারহান। তাঁর কথায়, ‘‘এই চরিত্রটার একটা আলাদা স্টাইল রয়েছে। আর রণবীরের মধ্যেও সেটা রয়েছে। আমার মনে হয়, চিত্রনাট্য এবং পরিচালনার দিকে থেকে এখন দায়িত্বটা আমার অনেকটাই বেশি।’’