এক দফা দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে অবস্থান

সমকাল প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১২:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করছেন।


আজ বুধবার দুপুর ১২টার দিকে তারা বৃষ্টির মধ্যেই ব্যানার নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল ১০টা থেকে তারা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে জড়ো হতে শুরু করেন। 


আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নির্ধারিত জিপিএ বা সিজিপিএ-র শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চান তারা। 


সাত কলেজের সমন্বয়ক ইডেনের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য সমকালকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এর আগেও হয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করি মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের পাশে থাকার। আমি শুনেছি নীলক্ষেত মোড়ে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেখানে আমাদের শিক্ষক প্রতিনিধিরা আছেন। তারা আমাদেরকে এই বিষয়ে একটা আপডেট জানাবেন। এরপর নতুন সিদ্ধান্ত জানাতে পারব।’


শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us