ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন একঝাঁক তাজা প্রাণ ঝরছে। ২০২৩ সালে ডেঙ্গুতে ৭১ শিশুর মৃত্যু হয়েছে। এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২ হাজার ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু ভর্তি হয়েছে ৯ হাজার ৫৬ জন। তাদের মধ্যে মেয়ে শিশু ৩১ শতাংশ এবং ছেলে শিশু ৬৯ শতাংশ। (প্রথম আলো, ১৩ আগস্ট ২০২৩)
প্রতিদিন মৃত্যুর সংখ্যা দশের বেশি। ডেঙ্গুর এই তীব্র প্রকোপ অক্টোবর পৰ্যন্ত বিদ্যমান থাকতে পারে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে তাতে মৃত্যুর সংখ্যা ৫০০ বা ১০০০ কিংবা তার বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে প্রায় ৭ গুণ বেশি। এদের প্রায় ৭০ শতাংশের বয়স ৩০ বছরের মধ্যে এবং ৮০ শতাংশের বয়স ৪০ বছরের মধ্যে।