আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সরকার জঙ্গি অভিযানের ‘নাটক’ করছে: মির্জা ফখরুল

আজকের পত্রিকা প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৪:৪৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সরকার জঙ্গি অভিযানের নামে ‘নাটক’ করছে। আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। 


এর আগে গত শনিবার ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করা হয়। 


ওই অভিযানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘যখন আন্দোলন উঠতে থাকে, তখন জঙ্গি নাটক শুরু হয়। এখন জঙ্গির কথা বলে মানুষের দৃষ্টি সরিয়ে নেবে, পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখাবে—এই যে দেখ বাংলাদেশে আমরা যদি না থাকি, তাহলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। এভাবে নাটক করতে করতে তারা এই জায়গায় এসে পৌঁছেছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us