জুতা স্যান্ডেল যেভাবে গুছিয়ে রাখবেন

দেশ রূপান্তর প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১১:৩১

অনেক সময় জুতার রক্ষণাবেক্ষণ ও যত্নের অভাবে শখের জুতা নষ্ট হয়ে যায়। বাড়িতে একটা ভালো মানের শু র‌্যাক যেমন জুতার স্থায়িত্ব বাড়ায়, তেমনি ঘরের সৌন্দর্যের নতুন মাত্রা দেয়।


জুতার যতেœর ব্যাপারে কিছু খেয়াল রাখা দরকার। যেমন প্রতিদিনকার ব্যবহৃত ও ঘরে পরার জুতা আলাদা রাখা। চেষ্টা করুন বাতিল, ছোট হয়ে যাওয়া জুতাগুলো বিদায় দিতে। হিল, জুতার সোল শু ক্লিয়ার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। তাহলেই অনেকটা গুছিয়ে উঠতে পারবেন। এর পরের কাজ শু ক্যাবিনেট বাছাই করা। এখন নানা রকম শু অর্গানাইজার বাজারে পাওয়া যায়। সেখান থেকে পছন্দমতো র‌্যাক বেছে নিতে পারেন।



ডোর বা ক্লোজড র‌্যাক : এ ধরনের শু ক্যাবিনেট কম জায়গার বাড়ি বা ফ্ল্যাটের জন্য আদর্শ। দরজার পেছনের দিকে র‌্যাক লাগিয়ে নিলেই শু র‌্যাক তৈরি হয়ে যায়। সবসময় ব্যবহার করা জুতাকে ঠিকভাবে রাখার জন্য এ ধরনের হ্যাঙ্গিং ক্লোজড র‌্যাকই ভালো। শুধু সাধারণ জুতা নয়, বুট ও কেডসও ঝুলিয়ে রাখতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us