আইফোনের স্যাটেলাইট বার্তা পাঠানোর সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের ভয়াবহ দাবানল থেকে রক্ষা পেয়েছে পাঁচ সদস্যের এক পরিবার। গত মঙ্গলবার হাওয়াইয়ের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়।
দাবানল এত দ্রুত ছড়াতে থাকে যে পরিবারটি রাস্তায় আটকে পড়ে। প্রচণ্ড গরমে ও ধোঁয়ার কারণে পথ খুঁজে পাচ্ছিল না পরিবারটি। এমনকি ফোনের নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। এ সময় আইফোনের মাধ্যমে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি এসওএস বার্তা পাঠায় পরিবারটি। জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁদের উদ্ধার করতে সক্ষম হন এবং সবাই প্রাণে বেঁচে যান।