অস্ত্রোপচারের অনুমতি পেল সেন্ট্রাল হাসপাতাল, তবে...

দেশ রূপান্তর প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ২২:৪১

দুই মাস বন্ধ রাখার পর পুনরায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালকে অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আইসিইউতে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত, সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম প্রদর্শনসহ ৬ শর্তে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউসহ অন্যান্য কার্যক্রম চালুর এই অনুমতি দিয়েছে অধিদপ্তর।


গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে সেন্ট্রাল হাসপাতালকে এই অনুমতি দেওয়া হয়।


চিঠিতে বলা হয়, আগামী এক বছর সব কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। এসব নির্দেশ পালনে ব্যত্যয় ঘটলে হাসপাতাল পরিচালনায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


শর্তগুলো হলো - ১. সেন্ট্রাল হাসপাতালে কনসালট্যান্সি সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম, বিশেষজ্ঞ সেবার বিষয় এবং সেবা মূল্য উল্লেখ করে তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে।


২. হাসপাতালে সেবা নিতে আসা সব রোগীর সিরিয়াল এবং বিশেষজ্ঞ সেবার তথ্যের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন তথ্যকেন্দ্র থাকতে হবে।


৩. আইসিইউতে প্রতিদিনই ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।


৪. এনআইসিইউতে ২৪ ঘণ্টা ৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।


৫. আগামী এক বছর সিজারিয়ান সেকশন, নরমাল ডেলিভারির সব তথ্য প্রতি মাসে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us