রোজই নিত্যনতুন অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আসলে অপটিক্যাল ইলিউশন চোখের তো বটেই, একইসঙ্গে মস্তিষ্কেরও খেলা! এমনকী সঠিকভাবে অপটিক্যাল ইলিউশনের সমাধান করলে মনও থাকে চনমনে। তেমনই একটি অপটিক্যাল ইলিউশন সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে এই ধাঁধা আপনাকে চোখ বন্ধ করেই সমাধান করতে হবে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বার্বি সিনেমা থেকে অনুপ্রাণিত এমনই একটি অপটিক্যাল ইলিউশন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
অপটিক্যাল ইলিউশন এমনভাবে তৈরি করা হয় যা এককথায় মানুষের চোখের পরীক্ষা নেয়। আর সেই অপটিক্যাল ইলিউশনের ধাঁধাই তৈরি হয়েছে এবার বার্বি ছবির অনুপ্রেরণায়। ঋষি ড্রস নামে এক ব্যক্তি বার্বি ছবিটি এতটাই পছন্দ করেছেন যে, প্রিয় চরিত্রের একটি অপটিক্যাল ইলিউশনই বানিয়ে ফেলেছেন তিনি। ছবির চরিত্র কেন-এর অপটিক্যাল ইলিউশন তৈরির সিদ্ধান্ত নেন তিনি। আর সেই ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আপনি চোখ বন্ধ করে থাকলেও দেখতে পাবেন সেই একই ছবি। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ছবিটি আগে ভালো করে দেখুন।