ভারী বৃষ্টিতে বেশি ক্ষতি পাঁচ জেলায়, বন্যার কবলিত ১০ লাখ মানুষ

প্রথম আলো প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১৬:০২

চলতি মাসের শুরু থেকে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম ও বান্দরবানে রেকর্ডভাঙা বৃষ্টি ঝরেছে। প্রবল ওই বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বেশির ভাগ উপকূলীয় জেলায় হঠাৎ বন্যা ও শহরে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। দেশের বেশির ভাগ এলাকা থেকে ওই উপকূলীয় এলাকা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সুন্দরবনের বেশির ভাগ অংশ জোয়ারের পানিতে দিনে দুবার করে ডুবে যাচ্ছে।


এদিকে ক্ষয়ক্ষতির দিক থেকে চট্টগ্রামের পরেই রয়েছে যথাক্রমে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও ফেনী।


সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা শিবিরের ২৪ হাজার ৫৩৩ জন বাসিন্দাও রয়েছে, যারা শিবিরের মধ্যে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য সরকারি ত্রাণভান্ডার থেকে সহায়তা দেওয়া হচ্ছে।  


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। আমাদের আরও খাদ্য ও ত্রাণসহায়তা প্রস্তুত আছে। দরকার হলে তা ক্ষতিগ্রস্ত এলাকায় আবারও পাঠানো হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস

সমকাল | আবহাওয়া অধিদফতর
১ মাস, ১ সপ্তাহ আগে

৮০ কিমি. বেগে ঝড়ের আভাস

ঢাকা পোষ্ট | আবহাওয়া অধিদফতর
১ মাস, ১ সপ্তাহ আগে

তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রির ঘরে

ঢাকা পোষ্ট | আবহাওয়া অধিদফতর
১ মাস, ২ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us