সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় দুই সপ্তাহ পর নিজের বাসায় রাত কাটালেন তিনি।
ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেবকে। তার পর ৪৮ ঘণ্টার জন্য তাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। স্যালাইনের মাধ্যমে চলে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক। তার পর থেকেই ক্রমশ সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠতে শুরু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।