যুক্তরাষ্ট্রে বয়স্ক দম্পতিদের বিচ্ছেদ বাড়ছে যেসব কারণে

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ২৩:০৯

যুক্তরাষ্ট্রে পঞ্চাশোর্ধ্ব বয়স্কদের মধ্যে বিয়ে বিচ্ছেদের হার বাড়ছে। একে বলা হচ্ছে ‘ধূসর বা প্রৌঢ় বিচ্ছেদ’। বৌলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির সুসান ব্রাউন এবং আই–ফেন লিনের এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। 


গত বছর যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা এর চেয়ে বেশি বয়সের প্রায় দেড় কোটি মানুষ একা বসবাস করছিল। ১৯৬০–এর দশকের তুলনায় এই সংখ্যা তিনগুণ বেশি বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রবণতা বলছে, ভবিষ্যতে এই সংখ্যা নিশ্চিত আরও বাড়বে। 


ধূসর বিচ্ছেদ ও এর বৃদ্ধির কারণ


পঞ্চাশোর্ধ্ব দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটলে তাকে ‘ধূসর বিচ্ছেদ’ বা ‘প্রৌঢ় বিচ্ছেদ’ বলে অভিহিত করা হয়। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এমন বিচ্ছেদগুলো ছিল—বিল–মেলিন্ডা গেটস, বিলি রে–টিশ সাইরাস এবং আর্নল্ড শোয়ার্জনেগার–মারিয়া শ্রিভা। 


যুক্তরাষ্ট্রে প্রৌঢ়কালে বিচ্ছেদ বেড়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ শনাক্ত করেছেন গবেষকেরা। নিপীড়ন ও আসক্তি এর মধ্যে অন্যতম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us