ঢাকার পাশে ‘রিল্যাক্স’ ভ্রমণ

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১৯:৫২

টানা বৃষ্টির পর ঢাকার পাশের নদনদীগুলোতে পানির প্রবাহ কিছুটা বেড়েছে। সঙ্গে দূর হয়েছে গন্ধ। ছুটির দিন, তাই ঘুরে আসা যায় পাশের নদনদীগুলো থেকে।


ঢাকা থেকে বাসে কলাতিয়া বাজার পার হয়ে ঢালিকান্দি তিন রাস্তার মোড়। সেখান থেকে রিকশা নিয়ে চলে যাবেন ধলেশ্বরীর পাড়ে। কিছুক্ষণ নদীর পাড় ঘেঁষে বসে থেকে সময় কাটাতে চাইলে চলে যেতে পারেন কেরানীগঞ্জের ধলেশ্বরীর পাড়ে। উপভোগ করতে পারবেন নৌকা ও ট্রলারের যাতায়াত। সঙ্গে ভোজনরসিকেরা খেতে পারেন মুখরোচক নাশতা ও চা। আর নৌকা নিয়ে ভেসে বেড়াতে চাইলে চলে যেতে পারেন আশুলিয়ার জলাভূমি। সেখানে বিলের ধার ঘেঁষে বসে খেতে পারেন চটপটি কিংবা ফুচকা।


খোলামেলা পরিবেশ, নদী, বিস্তৃত মাঠ উপভোগ করে চাইলে চলে যেতে পারেন সারিঘাট। পোস্তগোলা ব্রিজ থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার শেষ প্রান্তে গেলেই দেখতে পারবেন অপূর্ব জায়গাটি। আশপাশে বেশ কিছু খাবারের দোকান ও হাঁটার জায়গাও আছে। ৩০০ ফুটের রাস্তা ধরে সোজা চলে গেলে পূর্বাচল নিউ টাউন। সবুজে ঘেরা এই এলাকার ২১ নম্বর সেক্টরে রয়েছে ব্লু লেক।


যেকোনো ছুটির দিনে এই জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারেন সময় করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us