এশিয়া কাপ, বিশ্বকাপের আগে অধিনায়ক চূড়ান্ত করতে দোটানায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যতটা সহজ ভাবা হচ্ছিল নতুন অধিনায়ক ঠিক করা, সেটি আসলে অতটা সহজে হচ্ছে না। চ্যানেল আই’র সর্বশেষ খবর ও বিনোদন গুগল নিউজ চ্যানেলে অধিনায়ক চূড়ান্ত করার জরুরি বোর্ড সভায় সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে আরও আলোচনার সিদ্ধান্ত হয়েছে।