বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টানা বৃষ্টিতে শহরের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, ‘সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুম ও গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। মৌসুমি বায়ুর প্রভাবে এবং নিম্নচাপ থাকায় বৃষ্টিপাত হচ্ছে। আরও দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। তবে পরিমাণ কম হবে। এদিকে, টানা বর্ষণে বগুড়া শহরের সাতমাথা, স্টেশন রোড, শেরপুর রোড, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বাদুরতলা, খান্দার, মালতি নগর, কাটনারপাড়া ও সুলতানগঞ্জপাড়াসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। এতে শহরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা।