বান্দরবানে পাহাড় ধস: মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১৩:৩৫

বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি বান্দরবানে পাহাড় ধসে এক ‍কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন তার মা। 


সোমবার দুপুরে বান্দরবান পৌরসভার কালাঘাটা গোধার পাড় এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। 


তিনি জানান, অতিবৃষ্টিতে কালাঘাটা গোধার পাড় এলাকায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে মাটি চাপা পড়েন মা-মেয়ে। 


পরে ১৫ বছর বয়সী সাবেকুন নাহার বেগমের লাশ উদ্ধার করা গেলেও তার মা নূরনাহার বেগম এখনো নিখোঁজ আছেন। 


তবে বৃষ্টি আর বন্যার পানিতে তাকে উদ্ধারে কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানান এই সরকারি কর্মকর্তা। 


এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর শোনা গেলেও যোগাযোগ বিপর্যস্ত থাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়নি। 


টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে একপ্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। বেশির ভাগ এলাকা টানা দুদিন ধরে বিদ্যুৎহীন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us