মাইকেল, ম্যাডোনাকে মনে করালেন সুইফট

প্রথম আলো প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০৭:০২

হাজার হাজার ডলারের টিকিট বিক্রি, কনসার্টের কারণে ভূমিকম্প, কর্মীদের বোনাস—নানা কারণেই চলতি গ্রীষ্মে টেলর সুইফটের কনসার্ট খবরের শিরোনাম হয়েছে। গায়িকার এই সংগীত সফর নিয়ে ভক্তদের উন্মাদনাকে আশির দশকে মাইকেল জ্যাকসন, ম্যাডোনার ট্যুরের সঙ্গে তুলনা করেছে নিউইয়র্ক টাইমস।


২০১৮ সালে ‘রেপুটেশন স্টেডিয়াম ট্যুর’ করেছিলেন টেলর সুইফট। পাঁচ বছর পর তাঁর ‘দ্য ইরাস ট্যুর’ নিয়ে তাই ভক্তদের উন্মাদনার কমতি ছিল না। মাঝখানে দীর্ঘ সময় বেশ কয়েকটি অ্যালবাম মুক্তি পেয়েছে, কিন্তু কনসার্টে তাঁকে পাওয়া যায়নি। গত ১৭ মার্চ অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট সফর, শেষ হবে আগামী বছর নভেম্বরে, কানাডায়। এর মধ্যেই নানা কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সুইফট।


ব্যবসাবিষয়ক মার্কিন সাময়িকী ইনক জানিয়েছে, প্রতি শো থেকে সুইফটের গড়ে এক কোটি ডলারের ব্যবসা হয়েছে, যা থেকে গণমাধ্যমটি পূর্বাভাস দিয়েছে, পুরো সফর থেকে আনুমানিক এক বিলিয়ন ডলারের ব্যবসা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us