কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হুন মানেতের নিয়োগে অনুমোদন দিয়েছেন দেশটির রাজা নরোদম সিহামনি। আজ সোমবার সকালে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হলেন হুন মানেত।
হুন মানেত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার চার দশকের ‘স্বৈরশাসক’ হুন সেনের (৭০) ছেলে। গত মাসের নির্বাচনে ক্ষমতাসীনদের বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী হুন সেন ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। হুন সেন জানান, সরকারপ্রধানের পদে তাঁর স্থলাভিষিক্ত হবেন বড় ছেলে হুন মানেত।
হুন সেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ হুন মানেতের নিয়োগ অনুমোদন দিয়ে আদেশ (ডিক্রি) জারি করেন রাজা। এর ফলে কম্বোডিয়ার পরবর্তী নেতা হলেন ৪৫ বছর বয়সী হুন মানেত। এত দিন তিনি কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
তবে পার্লামেন্টে হুন মানেতের সরকারকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। ২২ আগস্ট এই ভোট হওয়ার কথা রয়েছে।