ডাকাত সর্দার কিশোরী

সমকাল মিজান শাজাহান প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০২:০১

কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাই কমবেশি অবগত। কিন্তু কিশোরী ডাকাত সম্পর্কে আমরা কতটুকু জানি? শুধু ডাকাতি নয়, ডাকাতির নেতৃত্ব দিয়েছে এক কিশোরী। ভাবা যায়! আইনের কেতাবি ভাষায় নেতৃত্ব দেওয়া মেয়েটি শিশু। কারণ, তার বয়স ১৮ পূর্ণ হতে আরও তিন বছর বাকি। গত ১৭ জুলাই রাজধানীর সেন্ট্রাল রোডে একটি বাসা থেকে ওই কিশোরীর নেতৃত্বে ৮ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। দেয়াল টপকে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে দু’জনকে জিম্মি করে ৩৫ মিনিটের অপারেশনের ঘটনা চলচ্চিত্রের কাহিনিকেও হার মানিয়েছে।


‘বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর,/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’– জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ কথার মধ্য দিয়ে সমাজের ভালো পুরুষের পাশাপাশি আদর্শ নারীর অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতীয় কবি তাঁর আরেক কবিতায় বলেছেন– ‘এরা দেবী, এরা লোভী’। অর্থাৎ ভালোমন্দ উভয় গুণেই যে কোনো নারী-পুরুষ নন্দিত ও নিন্দিত হতে পারে– তা স্বীকার করে নিতেই হবে। পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, বাংলাভাই যেমন নিন্দিত পুরুষ, তেমনি আজীবনের জন্য বহিষ্কৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া নিন্দিত নারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us